হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুদামের ভেতর থেকে ধোঁয়া উঠছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। টেরিবাজার ও আশপাশের এলাকায় ছোট-বড় অন্তত তিন হাজার দোকান রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরও আগুনে কোটি টাকার মতো ক্ষতি হতে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন; যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

আইনজীবী আলিফ হত্যা: আসামিদের জবানবন্দিতে আরও দুজনের নাম

কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়, ‘ডাকাত’ রফিক আটক

কক্সবাজারে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ঋণের চাপে বিষপানে আত্মহত্যা

উখিয়া আশ্রয়শিবিরে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

পরীক্ষা দিতে এসে ফেনীতে ছাত্রলীগ নেতা আটক

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে অটোচালক আটক

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী