Ajker Patrika

চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে অটোচালক আটক

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের ফুটপাত থেকে এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল আলী (৫৫)। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি ভোলা জেলায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ আজকের পত্রিকাকে জানান, ১১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওই আবাসিক এলাকা থেকে ২৬ বছর বয়সী এক নারীকে অটোরিকশায় তুলে নেওয়ার পর গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত চালক। ওই নারী এলাকাটিতে ভিক্ষাবৃত্তি করেন।

ওসি বলেন, ভিক্ষুক নারী একটু সরল প্রকৃতির, তবে বুদ্ধিপ্রতিবন্ধী নন। তাঁকে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে নিয়েছিলেন চালক। ধর্ষণের শিকার হওয়ার পর তিনি প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। তবে শনিবার রাতে থানায় এসে বিষয়টি জানান। পুলিশ মৌখিক অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অভিযুক্ত চালককে আটক করে।

পুলিশ কর্মকর্তা আফতাব বলেন, ‘আক্রান্ত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে মামলায় তাঁকে (আব্দুল আলী) গ্রেপ্তার দেখানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত