Ajker Patrika

কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়, ‘ডাকাত’ রফিক আটক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দল রফিক বাহিনীর প্রধান রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গতকাল রোববার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে তাঁদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ না করে গুলি ছোড়া অব্যাহত রাখলে কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।

উভয় পক্ষের গুলিবিনিময়কালে রফিক পায়ে গুলিবিদ্ধ হলে দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে কোস্ট গার্ডের অভিযানকারী দল ঘটনাস্থল থেকে আহত রফিককে অস্ত্র, গোলাবারুদসহ আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত