হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত চবি শিক্ষার্থী

চবি সংবাদদাতা

আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭: ১০
আহত শিক্ষার্থী মোরসালিন আহমেদ মিরাজ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ব্লেড দিয়ে আঘাত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার নগরীর ষোলোশহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম মোরসালিন আহমেদ মিরাজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ষোলোশহর রেলস্টেশন থেকে মোরসালিন ও তাঁর এক বান্ধবী শাটল ট্রেনের শেষ থেকে দ্বিতীয় নম্বর বগিতে ওঠেন। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে দুজন ছিনতাইকারী বগিতে উঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে মোবাইল ফোন–টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা।

এ সময় ভয়ে তাঁর বান্ধবী ট্রেন থেকে লাফ দিতে গেলে মাথায় আঘাত পান। পরে মোরসালিনের কাছ থেকে টাকা ছিনতাই করে তাঁকে ব্লেড দিয়ে মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ওই সময় তার চিৎকার পাশের বগির শিক্ষার্থীরা শুনতে পায়।

তারা শিকল টানলেও ট্রেনটি থামেনি, নষ্ট থাকার কারণে। পরের স্টেশনে ট্রেন থামার আগেই ছিনতাইকারী দুজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শহর থেকে আসা ট্রেনে এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়ে। ভুক্তভোগীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘ডাক্তার জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থী আশঙ্কা মুক্ত। তবে, তাঁর অপারেশন করা লাগবে। আরেকটি মেয়েও আঘাত পেয়েছে বলে শুনেছি, কিন্তু এ বিষয়ে ভুক্তভোগী আমাদের কিছু জানায়নি। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’

চট্টগ্রাম রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

সিআইইউ সমাবর্তনে ২১৮৯ জন ডিগ্রিধারীকে সনদ প্রদান করা হবে

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের সম্পত্তি হিসেবে থাকবে: মেয়র

মীরসরাইয়ে যুবদল নেতা হত্যা, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

নারীকে টোপ হিসেবে ব্যবহার করে টিপুকে কক্সবাজারে ডেকে এনে হত্যা: পুলিশ

সেকশন