Ajker Patrika

রাঙ্গুনিয়ায় বনে আগুন, পুড়ল ৮ একরের গাছপালা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তপুরে সরকারি বনে আগুন লেগে প্রায় ৮ একর এলাকার গাছপালা পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তপুরে সরকারি বনে আগুন লেগে প্রায় ৮ একর এলাকার গাছপালা পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তপুরে সরকারি বনে আগুন লেগে প্রায় আট একর এলাকার গাছপালা পুড়ে গেছে। আজ রোববার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সরকারি বনটির বিভিন্ন প্রজাতির গাছের চারা, জীববৈচিত্র্য, বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে।

কোদালা বন বিট কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানান, এখানে প্রায় সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা মূলত এ ঘটনাগুলো ঘটায়। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত