Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ৩

চাঁদপুর প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ৩
চাঁদপুর সদরে কুপিয়ে হত্যা করা ব্যবসায়ী মো. ইউসুফ পাটওয়ারীর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর খালাতো ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. ইউসুফ পাটওয়ারী (৪০)। তিনি চাঁদপুর শহরের হকার্স মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী। হামলায় গুরুতর আহত হয়েছেন ইউসুফের ভাই ইব্রাহীম পাটওয়ারী (৫৫)। তাঁরা পাটওয়ারী বাড়ির মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। তাঁরা হলেন ইউসুফের খালাতো ভাই মহিউদ্দিন প্রধানিয়া, তাঁর স্ত্রী খোদেজা বেগম ও ছেলে রমজান।

ইউসুফের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, ‘অভিযুক্তরা ইউসুফদের কাছে ২ শতাংশ সম্পত্তি দাবি করে আসছে। কিন্তু তারা কোনো সম্পত্তি পাবে না। এসব বহুবার সমাধানের চেষ্টা হয়েছে, তারা মানে না। শেষ পর্যন্ত তারা ইউসুফকে কুপিয়ে হত্যা করল।’

স্থানীয় বাসিন্দা রাশেদ গাজী জানান, প্রথমে ইব্রাহীমের ওপর হামলা চালান অভিযুক্তরা। তাঁর চিৎকার শুনে ছোট ভাই ইউসুফ এগিয়ে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যুবরণ করে। আর ইব্রাহীমকে হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মহিউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের ঘর ঘেরাও দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

কুমিল্লায় একই রশিতে ঝুলছিল মা-ছেলের লাশ

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, সেনাসদস্য গুলিবিদ্ধ

পরিত্যক্ত ঝোপে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আগ্নেয়াস্ত্র

নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা, হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা