ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমীন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। তাতে গুরুতর আহত আল-আমীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে আল-আমীন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, গতকাল রাতে আল-আমীন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ তাঁকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। তাতে তিনি গুরুতর আহত হন। পরে বিএসএফ তাঁকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। লাশ এখনো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।