Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই মেঘনায়

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই মেঘনায়

ভরা মৌসুমেও মেঘনা নদীতে ইলিশ পাচ্ছেন না মতলব উত্তর উপজেলার জেলেরা। দিনরাত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তাঁরা। যে পরিমাণ পাচ্ছেন এতে লাভ দূরে থাক, নৌকার জ্বালানি তেলের খরচই উঠছে না। এতে মাছ শিকারে যেতে উৎসাহ হারিয়ে ফেলছেন জেলেরা।

জেলেরা বলছেন, অভাব-অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। কাঙ্ক্ষিত ইলিশের আশায় ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে জাল বানিয়ে ও নৌকা মেরামত করলেও সেই ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন।

উপজেলা মৎস্য বিভাগের তথ্য মতে, গত চার বছর ধরে ইলিশের উৎপাদন এবং আহরণ ভালো হয়েছে। প্রতি বছর ইলিশ আহরণ ও লক্ষ্যমাত্রার মাত্রা বাড়লেও এ বছর ভরা মৌসুমে ইলিশের প্রাপ্যতা এখন পর্যন্ত কম থাকায় হতাশ জেলেরা।

জানা গেছে, নদীতে ইলিশ ধরার ওপর নির্ভরশীল মতলব উত্তর উপজেলার আট সহস্রাধিক জেলে। মাছ শিকারের উদ্দেশ্যে প্রতিদিন জাল ও নৌকা-ট্রলার নিয়ে নদীতে নেমে পড়েন তাঁরা। কিন্তু চলতি ভরা মৌসুমে সারা দিন জাল বেয়ে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তাঁরা। এতে মাছ শিকারে গিয়ে যে খরচ হয় এর অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে চরম সংকটে পড়েছেন জেলেরা। ধারদেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশায় ভুগছেন।

জেলে আলী আরশাদ, ফুলচান বর্মন ও চাঁদ বর্মন, নুরুল হক বলেন, এখন ইলিশের ভরা মৌসুম কিন্তু নদীতে ইলিশ নেই। সারা দিন নদীতে জাল ফেলেও মাছ পাচ্ছেন না। এমন অবস্থায় সুদে ধার-দেনা আর এনজিওর ঋণ কীভাবে শোধ করবেন সে চিন্তায় রাতে ঘুমাতে পারছেন না।

ইউসুফ কবিরাজ নামের এক জেলে বলেন, সমিতি থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে নৌকা ও জাল তৈরি করেছি। বর্তমানে নদীতে জাল ফেললেও পাওয়া যাচ্ছে না ইলিশ। কিস্তির টাকা ও দৈনিক খরচ নিয়ে অনেক কষ্টে আছি।

এদিকে ইলিশ সংকটে শুধু জেলেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনটা নয়। আড়তদারদেরও চোখেমুখে দুশ্চিন্তার ছাপ। বিগত সময় এমন দিনে ইলিশের সরবরাহ বেশি থাকলেও এবার তা অনেক কমে গেছে বলে জানান তাঁরা।

ইলিশা ঘাটের আড়তদার দেলু বেপারী বলেন, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। অন্যান্য বছরের এই সময়ে প্রচুর ইলিশ পাওয়া গেলেও বর্তমানে ইলিশের তেমন দেখা নেই। নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে খুবই কম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ বলেন, এখন ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে। নদীতে ডুবোচর সৃষ্টি হওয়া, তলদেশে খাদ্য কমে যাওয়া এবং পানি দূষণের কারণে পদ্মা, মেঘনা নদীতে ইলিশের বিচরণ কিছুটা কমেছে।

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু