Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেক থেকে ফেরার পথে ৩ পর্যটককে অপহরণ, পুলিশের ফোনকলে মিলল মুক্তি

মানিকছড়ি ও পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সাজেক থেকে ফেরার পথে ৩ পর্যটককে অপহরণ, পুলিশের ফোনকলে মিলল মুক্তি

পর্যটনখ্যাত সাজেক থেকে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটকের গতিরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে অপহরণের কিছুক্ষণ পরই পুলিশের কল পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। 

অপহরণের শিকার তিনজনই ফরিদপুর জেলার বাসিন্দা। তাঁরা হলেন মো. মজিবুর রহমানের ছেলে এস এম নাহিদুজ্জামান (৩৮), কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮) ও হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (২৮)। 

খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁদের গাড়ির গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা দেওয়া জন্য বলা হয়। 

অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোবাইল ফোন নম্বরে কল করে বিষয়টি জানায়। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের কাছ থেকে ভিকটিমের নম্বর নিয়ে ফোন দেন। এরপর দুষ্কৃতকারীরা ট্রুকলারে পুলিশ সুপারের নম্বর থেকে কলটি এসেছে দেখতে পায় এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে তাদের ছেড়ে দেয়। এ সময় সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। 

অপহৃত ব্যক্তিরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। পরে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন।

কুমিল্লায় একই রশিতে ঝুলছিল মা-ছেলের লাশ

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, সেনাসদস্য গুলিবিদ্ধ

পরিত্যক্ত ঝোপে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আগ্নেয়াস্ত্র

নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা, হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা