Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রচণ্ড গরমে ভালো নেই চিড়িয়াখানার প্রাণীরাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রচণ্ড গরমে ভালো নেই চিড়িয়াখানার প্রাণীরাও

প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি ভালো নেই চিড়িয়াখানার প্রাণীগুলোও। চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীদের চেনা সেই হুংকার বা চেঁচামেচি নেই। চিড়িয়াখানার বাঘ, হরিণ, বানরসহ সব প্রাণীরই হাঁসফাঁস অবস্থা।

এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড গরমের মধ্যেও পশুপাখিগুলো সুস্থ আছে। তবে অন্য প্রাণীগুলো যাতে হিট স্ট্রোকে না ভোগে সে জন্য অতিরিক্ত যত্ন নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘গরম বাড়ার পর পশুপাখির আরামের জন্য অতিরিক্ত বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খাঁচাগুলোতে অতিরিক্ত পানির ব্যবস্থা করেছি। যাতে প্রাণীগুলো কোনো হিট স্ট্রোকে না ভোগে। সেসব পানিতে স্যালাইন, ইলেকট্রো রোল ও ভিটামিন সি উপাদান রয়েছে। এই পানিতে তারা গোসল করছে।’

এ ছাড়া প্রাণীদের নিয়মিত খাবার পরিবর্তন করা হয়েছে। এরা যাতে পানিশূন্যতায় না ভোগে, সে জন্য দেওয়া হচ্ছে তরল খাবার ও স্যালাইন।

প্রচণ্ড গরমে ভালো নেই চিড়িয়াখানার প্রাণীগুলোওচিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, বাঘ, হরিণ, বানর, ভালুক, ময়ূরসহ প্রতিটি খাঁচার প্রাণীর চোখে-মুখে গরমের তীব্রতার ছাপ। খাঁচার ভেতরে নির্দিষ্ট স্থানে রাখা পানির চৌবাচ্চায় সুযোগ পেলেই নিজের শরীর ভিজিয়ে নিচ্ছে প্রাণীগুলো।

প্রচণ্ড গরমে খাদ্য গ্রহণে অনীহা সৃষ্টি হয়েছে প্রাণীদের। সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিন শাবক সম্রাজ্ঞী, তেজস্বিনী ও বিজয়িনীও গরমে হাঁসফাঁস করছে।

প্রচণ্ড গরমে ভালো নেই চিড়িয়াখানার প্রাণীগুলোওবিদ্যুৎবিভ্রাটের কারণে প্রাণীদের সময়মতো পানি সরবরাহ করতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কয়েক দিন ধরেই বন্দরনগরী চট্টগ্রামে তাপমাত্রা থাকছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গতকাল রোববার চট্টগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে মানুষের পাশাপাশি প্রাণিজগতেও অস্বস্তি নেমে আসে। গরমে চিড়িয়াখানা হয়ে পড়ে প্রায় দর্শনার্থীশূন্য।

ছয় একর আয়তনের চট্টগ্রাম চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সাড়ে তিন শতাধিক প্রাণী রয়েছে। যার মধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৮ প্রজাতির পাখি ও ৪ প্রজাতির সরীসৃপ।

সেতুর নিচে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ

রাতে ছিনতাইয়ের পর দিনে ভাগ-বাঁটোয়ারাতে পুলিশের হানা, ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

চাঁদপুরে আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

কুমিল্লায় খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২