প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি ভালো নেই চিড়িয়াখানার প্রাণীগুলোও। চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীদের চেনা সেই হুংকার বা চেঁচামেচি নেই। চিড়িয়াখানার বাঘ, হরিণ, বানরসহ সব প্রাণীরই হাঁসফাঁস অবস্থা।
এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড গরমের মধ্যেও পশুপাখিগুলো সুস্থ আছে। তবে অন্য প্রাণীগুলো যাতে হিট স্ট্রোকে না ভোগে সে জন্য অতিরিক্ত যত্ন নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘গরম বাড়ার পর পশুপাখির আরামের জন্য অতিরিক্ত বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খাঁচাগুলোতে অতিরিক্ত পানির ব্যবস্থা করেছি। যাতে প্রাণীগুলো কোনো হিট স্ট্রোকে না ভোগে। সেসব পানিতে স্যালাইন, ইলেকট্রো রোল ও ভিটামিন সি উপাদান রয়েছে। এই পানিতে তারা গোসল করছে।’
এ ছাড়া প্রাণীদের নিয়মিত খাবার পরিবর্তন করা হয়েছে। এরা যাতে পানিশূন্যতায় না ভোগে, সে জন্য দেওয়া হচ্ছে তরল খাবার ও স্যালাইন।
প্রচণ্ড গরমে খাদ্য গ্রহণে অনীহা সৃষ্টি হয়েছে প্রাণীদের। সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিন শাবক সম্রাজ্ঞী, তেজস্বিনী ও বিজয়িনীও গরমে হাঁসফাঁস করছে।
ছয় একর আয়তনের চট্টগ্রাম চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সাড়ে তিন শতাধিক প্রাণী রয়েছে। যার মধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৮ প্রজাতির পাখি ও ৪ প্রজাতির সরীসৃপ।