Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আধিপত্যের জেরে হাজীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

চাঁদপুর প্রতিনিধি

আধিপত্যের জেরে হাজীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতভর উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। 

এদিকে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই-তিনজন নিহত হওয়ার গুঞ্জন ওঠে। পুলিশ নিহতের তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার থেকে সন্ধ্যায় উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ সর্দারবাড়ির বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই দিন রাতে বেশ কয়েকজন আহত হন। এই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারও শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। 

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটক করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। রাতেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক। স্থানীয়ভাবে সংঘর্ষে জড়ানো দুপক্ষই মমিনুল হকের সমর্থক বলে স্থানীয়রা জানান।

সেতুর নিচে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ

রাতে ছিনতাইয়ের পর দিনে ভাগ-বাঁটোয়ারাতে পুলিশের হানা, ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

চাঁদপুরে আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

কুমিল্লায় খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২