Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চায়ের দোকানে ইউপির ১২ চেয়ার, বিক্রির অভিযোগ পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চায়ের দোকানে ইউপির ১২ চেয়ার, বিক্রির অভিযোগ পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে
আনোয়ারার হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ার চায়ের দোকানে দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১২টি চেয়ার স্থানীয় একটি চায়ের দোকানে বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে পরিষদের পাশের নাজিম সওদাগরের চায়ের দোকানে ইউপি সদস্যরা পরিষদের চেয়ার দেখতে পান।

চেয়ার কীভাবে চায়ের দোকানে পৌঁছেছে, তা জানেন না বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

পরিষদের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন রাশেদ বলেন, ‘আজ মঙ্গলবার বিকেলে পরিষদের পাশে নাজিম সওদাগরের চায়ের দোকানে চা খেতে গেলে আমরা পরিষদের ব্যবহারযোগ্য চেয়ারগুলো দেখতে পাই। পরে জিজ্ঞেস করা হলে চায়ের দোকানি আমাদের জানায়, চেয়ারম্যান স্থানীয় মফিজ নামের এক ব্যক্তির মাধ্যমে ১২ হাজার টাকায় চেয়ারগুলো বিক্রি করেছেন।’

ইউপি সদস্য রিয়াজ উদ্দিন রাশেদ আরও অভিযোগ করেন, চেয়ারম্যান এর আগেও রোহিঙ্গাদের ভোটার করতে সনদ দেওয়ার অভিযোগে আলোচনায় ছিলেন।

পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ মাহমুদ খোকন বলেন, বিষয়টি জানার পর পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। এতে পরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

৫ আগস্টের পর থেকে ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন পলাতক রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আমি এক দিনও পরিষদে যাইনি। পরিষদের চেয়ার চায়ের দোকানে কীভাবে গেল, সেটা আমারও প্রশ্ন। পরিষদে আমি আরও চেয়ার কিনে দিয়েছি, বিক্রির প্রশ্নই আসে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার জানান, ‘বিষয়টি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রাম, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু