Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিপমেন্টের গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

শিপমেন্টের গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে বন্দরগামী ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্যসহ কাভার্ড ভ্যান চুরির একদিনের মাথায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তা উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে বন্দরগামী ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্যসহ কাভার্ড ভ্যান চুরির এক দিনের মাথায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাজারে পড়ে থাকা কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে বেগমগঞ্জের চৌমুহনী বাজারের হাজী আলম মার্কেটের একটি গুদাম থেকে কার্টনভর্তি পণ্যগুলো উদ্ধার করা হয়। পুলিশ কার্টনভর্তি পণ্যগুলো উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত গুদামমালিক মো. জামাল ও কাভার্ড ভ্যানচালক রাকিবকে গ্রেপ্তার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঢাকা থেকে বিডিএস লজিস্টিকের ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বন্দরে শিপমেন্টের জন্য ছেড়ে আসে। ভোররাতে গাড়িটি সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিক এলাকা অতিক্রমকালে একদল চোরাই চক্রের সদস্য পণ্যসহ কাভার্ড ভ্যানটি লুট করে নিয়ে যায়। পণ্যসহ কাভার্ড ভ্যান চুরির বিষয়টি গতকাল বিকেলে মালিক পক্ষ জানতে পেরে সীতাকুণ্ড থানার শরণাপন্ন হন। মহাসড়ক থেকে তাঁদের পণ্যবাহী কাভার্ড ভ্যান চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

পুলিশ পরিদর্শক আরও জানান, অভিযোগ পেয়ে প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মার্কেটে অভিযান চালানো হয়। অভিযান কালে মার্কেটের ব্যবসায়ী জামালের গুদাম থেকে চুরি হওয়া ১ হাজার ৫৬৪ কার্টন গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। একই সময়ে ফেনী স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১১-৭৬৭৬) উদ্ধার করা হয়।

মো. আলমগীর জানান, অভিযানকালে বেগমগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষের সহায়তায় গুদামমালিক ও কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়। পণ্যবাহী কাভার্ড ভ্যান চুরির মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, সেনাসদস্য গুলিবিদ্ধ

পরিত্যক্ত ঝোপে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আগ্নেয়াস্ত্র

নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা, হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি