Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ ২ ভাই আটক

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ ২ ভাই আটক
আটক দুই ভাই। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ার আশরাফ আলী চৌধুরী বাড়ির আবদুর ছবুরের ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁদের আটক করা হয়।

আটক দুই ভাই হলেন—মো. আবদুল্লাহ্ আল নোমান (২৫) ও তাঁর ছোট ভাই মো. আবু হানিফ (২২)। তাঁরা আবদুর ছবুরের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানের সময় তাঁদের বড়ভাই মিজানুর রহমান বাবু (৩৫) পালিয়ে যান। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি তল্লাশি করে নগদ ১৮ লাখ উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরোনো টয়লেটের ভেতর থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার দুজের বিরুদ্ধে পরবর্তী আইনুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তারদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করে যৌথবাহিনী। ৫ আগস্টের পরই এটায় সবচেয়ে বড় অভিযান।

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন, ২০ লাখ টাকার জালসহ পুড়ল ৮ দোকান

বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত