Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামুতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে হাবিব উল্লাহ (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নির্মমভাবে কুপিয়ে এই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক আজকের পত্রিকাকে জানান, হাবিব রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আজ সকাল ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে তাঁর ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ছয়টি চিহ্ন দেখা গেছে। 

বাবা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ জানিয়েছেন, ‘হাবিব উল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন তাঁরা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবিব উল্লাহ একটি হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় দুই মাস কারাগারে থেকে শেষে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে ছাড়া পান তিনি।

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি