Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জনের পদত্যাগ

চাঁদপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জনের পদত্যাগ
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার কমিটির সদস্যদের নামের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের পাশাপাশি ওই কমিটি বয়কটের ঘোষণা দেন তাঁরা।

এর আগে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ হোসেন স্বাক্ষরিত ২১৭ সদস্যের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ উপলক্ষে গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি বয়কটের বিষয় তুলে ধরে বক্তব্য দেন মো. মুজাহিদ শিহাব, সাকিব হোসেন ও সাগর হোসেন। তাঁরা বক্তব্যে বলেন, জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে চাঁদপুর সদরসহ অন্যান্য উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে বেশ কয়েকজন ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে উপস্থিত হন। ওই সময় চাঁদপুরে কী ধরনের সমস্যা আছে, ওই সব বিষয় উপস্থাপন করা হয়। একই সঙ্গে জেলার একটি খসড়া কমিটি সেখানে উপস্থাপন করা হয়।

বক্তারা আরও বলেন, ঘোষিত কমিটির মধ্যে অনেকেই জানেন না তাঁরা কমিটিতে আছেন। হাজীগঞ্জ উপজেলায় ১৯ জনের নাম ছিল, সবাই পদত্যাগ করেছেন। শেষ পর্যন্ত আরও অনেকে পদত্যাগ করবেন। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্ত পর্যালোচনা করে সে অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। তবে ঠিক কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন, তা কেউ স্পষ্ট করেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত কমিটিতে অনেকেরই পদবি মনমতো হয়নি। কেউ কেউ অন্য রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক দলের প্রভাবের কারণে তাঁরা ওই কমিটি থেকে সরে এসেছেন।

বক্তব্যে শিক্ষার্থী মুজাহিদ শিহাব বলেন, ‘এখন থেকে আমরা কেন্দ্রের কোনো নির্দেশনা মানব না। আমরা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে কাজ করব। একই সঙ্গে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেব।’

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু