চট্টগ্রামে রেয়াজউদ্দিন বাজারে তরুণীকে ধর্ষণ মামলায় মো. সুমন (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুরাদ মওলা সোহেল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুমনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। মামলার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।
সরকারপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৮ সালের ৫ অক্টোবর চট্টগ্রাম নগরের বাসিন্দা এক তরুণী রেয়াজউদ্দিন বাজারে কাপড় কিনতে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে আসামি সুমনের সঙ্গে দেখা হয়। ভালো কাপড় দেখানোর কথা বলে কৌশলে একটি হোটেলে নিয়ে তাঁকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণী বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় সুমনকে আসামি করে মামলা করেন।