চট্টগ্রামের পাহাড়তলী থানার বারুণী স্নানঘাটের আউটার রিং রোড অংশে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। শুক্রবার রাতে অজ্ঞাতনামা ওই ব্যক্তি সড়কে ঘোরাফেরা করার সময় গাড়ির নিচে চাপা পড়ে মারা যান।
পাহাড়তলী থানার উপপরিদর্শক সুবীর বিক্রম জানান, শুক্রবার রাতে বারুণী স্নানঘাটের সামনের সড়কে একটি অজ্ঞাত প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ গুরুতর আহতাবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক বলেন, `আমাদের ধারণা ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি একসঙ্গে সাত-আটটা প্যান্ট এবং বেশ কিছু কাপড় পরে ছিলেন।'
স্থানীয়রা জানান, তিনি রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে চাপা দেয়।
নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রয়েছে।