Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ভিসি নিয়োগের দাবিতে এবার ২৪ ঘণ্টার আলটিমেটাম  

চবি সংবাদদাতা

চবিতে ভিসি নিয়োগের দাবিতে এবার ২৪ ঘণ্টার আলটিমেটাম  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এবার অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তাঁরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছে চবির সব স্টুডেন্ট ক্লাব। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘আজ আমাদের এখানে অবস্থান নেওয়ার কথা ছিল না, আমরা গত দুই দিন আগেও ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন করে দুই দিনের আলটিমেটাম দিয়েছিলাম; যা গতকাল শেষ হয়েছে। তবে ভিসি নিয়োগ না দেওয়ায় আমাদের আবার আজ মাঠে নামতে হয়েছে। আমরা চাই ক্লাস রুমে ফিরে যেতে, আমরা চাই পরীক্ষায় অংশগ্রহণ করতে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। বেকারত্বের অভিশাপ আর কেউ নিতে পারছে না।’

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা সব বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের দোসর ভিসিদের পদত্যাগে বাধ্য করেছি। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিলেও দেশের অন্যতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়নি। ক্যাম্পাসে কোনো প্রশাসন না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ না।’

তিনি আরও বলেন, ‘আমরা কেন বিশ্ববিদ্যালয়ের কোনো অভিভাবক পাচ্ছি না? আমরা কেন ভিসি পাচ্ছি না? লকডাউনে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। ফ্যাসিবাদ সরকারের জন্য আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না দিয়ে কি আমাদের বাকি জীবন নষ্ট করতে চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিতে পারলে চবিতে কেন পারবেন না? আমরা আর রাস্তায় থাকতে চাই না, আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই।’

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভিসি নিয়োগের দাবিতে অন্তর্বর্তী সরকারকে দুই দিনের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু