Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নে বড়পোল-পৌরনবিবি সড়কে এ রব উচ্চবিদ্যালয়সংলগ্ন হাসান হুজুরের মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন শুভ (২২), মো. হৃদয় (১৭) ও জাহেদ হোসেন (১৮)।  শুভ ও হৃদয় আপন ভাই এবং জাহেদ তাদের চাচাতো ভাই।   

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে এ রব উচ্চবিদ্যালয়ের সামনে দিয়ে পৌরনবিবি যাচ্ছিলেন শুভ, হৃদয় ও জাহেদ। জাহেদ মোটরসাইকেল চালাচ্ছিল আর শুভ ও হৃদয় পেছনে বসা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেলটি হাসান হুজুরের মাদ্রাসার সামনের মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে। 

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে একই মোটরসাইকেলে ওরা তিনজন পৌরনবিবি বাজার যাচ্ছিল। মাদ্রাসার সামনে ছোট একটি মোড় পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটরসাইকেল। পরে তিনজন গাড়িসহ খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃতদেহ তাদের বাড়িতে নেওয়া হয়েছে।

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ