ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে পুলিশকে ছুরি ঠেকিয়ে পালিয়েছে এক মাদকাসক্ত যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের স্টাফরা জানান, রাত ৯টার দিকে দুজন পুলিশ সদস্য এক তরুণকে ওয়ার্ডে নিয়ে আসে। তরুণটি রক্তাক্ত অবস্থায় ছিল। ভর্তির কাগজ ওয়ার্ডে জমা দেওয়ার আগেই তরুণটি ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা করতে যায়। পুলিশ সদস্য প্রাণে বেঁচে ওয়ার্ডের বাইরে গিয়ে কলাপসিবল গেট লাগিয়ে ফেলে। এ সময় ওই তরুণ সার্জারি ওয়ার্ডের ভেতরে থাকা অপর পুলিশ সদস্যকে ছুরি দিয়ে জিম্মি করে। একপর্যায়ে ওই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম রুবেল (২২)। তাঁর বাড়ি সিলেট সদরে। তাঁর বাবার নাম দেলোয়ার।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রোমান খাঁন বলেন, 'রেলওয়ে স্টেশন এলাকায় একটি ছেলেকে আহতাবস্থায় দেখে পুলিশ। ছেলেটি ভবঘুরে ও মাদকাসক্ত ছিল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে সে পালিয়ে যায়'।