হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্দোলনে নিহত রাজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি গ্রামে কবরস্থান থেকে নিহত আরিফুল ইসলাম রাজিবের মরদেহ উত্তোলন করছেন প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভাঙারি ব্যবসায়ী আরিফুল ইসলাম রাজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে আজ বুধবার দুপুরে উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলনের ঘটনা ঘটে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তিনি বলেন, আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য কবর থেকে আরিফুল ইসলাম রাজিবের মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফুল ইসলাম রাজিবের বাড়ি মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকী এওয়াজ গ্রামে। তাঁর বাবা রজ্জব প্রধান। আরিফের স্ত্রী শরিফা বেগম ছাড়াও তিন বছর বয়সী ইব্রাহিম নামের এক ছেলে সন্তান রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের বোর্ড বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আরিফুল। এ ঘটনায় গাজীপুরের গাছা থানায় মামলা হওয়ায় আদালতের নির্দেশে চার মাস ২৮ দিন পর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

পুলিশ জানিয়েছে, আরিফুর ইসলাম রাজিব নিহতের ঘটনায় গত ২১ আগস্ট গাজীপুরের গাছা থানায় তাঁর বাবা রজ্জব প্রধান বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালত মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদেশ দেন। ওই আদেশে গত বুধবার রাঢ়ীকান্দি গ্রামের কবরস্থান থেকে আরিফের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মরদেহ উত্তোলনের সময় মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের গাছা থানার উপপরিদর্শক সুমন খান, মতলব উত্তর থানার উপপরিদর্শক মো. নাজিমুদ্দিনসহ নিহতের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকরী কর্মকর্তা গাছা থানার উপপরিদর্শক সুমন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালীন গাজীপুরের বোর্ড বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরিফুল ইসলাম রাজিব মারা যান। তখন ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করলে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবারও মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন