মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তিনটি গ্রামের মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েক শ নারী-পুরুষ।
আজ রোববার সকালে ভাঙনে ক্ষতিগ্রস্তদের আয়োজনে মেঘনাপাড়ের সন্দ্বীপ ঘাটে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বসতবিটা ও ফসলি জমি হারিয়েছে মোহম্মদপুর ইউনিয়নের চরমাকছুমুল, চর আলাউদ্দিন ও চরআকরাম উদ্দিন গ্রামের অন্তত ১০ হাজার পরিবার। ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, বাজার ও বিভিন্ন স্থাপনা। গত চার-পাঁচ মাসে এই ভাঙন বেড়েছে কয়েক গুণ। বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে তিনটি গ্রামের অন্তত পাঁচ হাজার পরিবার। আগামী বর্ষা মৌসুমে এই ভাঙনের তীব্রতা আরও কয়েক গুণ বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে সরকারিভাবে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন চর মাকছুমুল ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাগর কামাল, মধ্যম সমাজের সেক্রেটারি শাহাব উদ্দিন, দক্ষিণ সমাজের সভাপতি কামাল উদ্দিন, ভূমিহীন নেতা হেলাল মাঝিসহ অনেকে।