চট্টগ্রামে ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে দৈনিক আজাদী গলির মুখে এ ঘটনা ঘটে।
নিহত আসকার বিন তারেক নগরীর বিএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি নগরীর এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানশনের এস এম তারেকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের কোতোয়ালির জামালখানের চেরাগী মোড় এলাকায় কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন কলেজছাত্র আসকার বিন তারেক (১৮)। হঠাৎ ধর ধর বলে কিছু তরুণ তাঁকে ধাওয়া দেয়। এরপর আসকারকে ছুরিকাঘাত করে তাঁরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আসকারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট ভাই-বড় ভাইদের দ্বন্দ্বে খুন হয়েছেন ওই কলেজছাত্র। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি এবং আরও যাঁরা আহত হয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’