Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চার মাস দায়িত্ব পালনের পর তাঁকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা–২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।

কর্মজীবনে মোজাহেদুল ইসলাম চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, মাদ্রাসা-ই-আলিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হওয়ার আগে তিনি কলেজটির উপাধ্যক্ষ ছিলেন।

এর আগে, একই কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর ছোট ভাই। 

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

পুলিশ পরিচয়ে বান্দরবানে রাবার গোডাউনে ডাকাতি, আটক ১

খাগড়াছড়িতে মালিকের বাড়ি থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬