Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় গুলি ছুড়ে এক পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি থেকে গরু লুট করে নিয়েছে ডাকাত দল।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা চড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতি হয় চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবিরের বাড়িতে।

স্থানীয় লোকজন জানান, ওসি জাহিদুলের বাড়িতে তাঁর বাবা আহমদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির বাস করেন। বাড়ির পাশে একটি আধপাকা ঘরে গরু পালন করেন মনিরুল। প্রতিদিনের মতো গতকাল রাতে গোয়ালঘরটি বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান মনিরুল। গভীর রাতে বাড়ির অদূরে একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি মনিরুলকে ফোনে খবর দেন। তখন তিনি বাড়ি থেকে বের হলে তাঁর দিকে টর্চের আলো ফেলে গুলি ছুড়তে শুরু করে ডাকাত দলের সদস্যরা।

মনিরুল বলেন, ‘রাত ১টার দিকে আমাদের বাড়ির কাছেই একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখে একজন ফোন করে বিষয়টি জানান। তখন বাড়ি থেকে বের হতেই মুখের দিকে টর্চের আলো ফেলে ফাঁকা গুলি ছুড়ে। এ সময় চারটি গরু গোয়ালঘর থেকে বের করে ফেলে। এর মধ্যে দুটি ষাঁড় ও একটি বাছুর পিকআপে তুলে পালিয়ে যায় ডাকাত দল।’

মনিরুল জানান, গরু চুরিতে যুক্ত এক জনপ্রতিনিধিকে কিছুদিন আগে তাঁর পুলিশ কর্মকর্তা ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রাম শহরে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে একই চক্রের ডাকাত দল জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন মনিরুল।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু