হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের তিন দিন পর আনোয়ার হোসেন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবক উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কার্গো বোট শ্রমিক। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার লবণ বহনকারী বোটের শ্রমিক আনোয়ার হোসেন কাজে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। 

মঙ্গলবার দুপুরে কাঁটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা পরিচয় শনাক্ত করেন।’ 

ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তার মৃত্যু ঘটতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’ 

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘গত শনিবার সকালে আনোয়ার কার্গো বোটে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। নানা জায়গায় তিন ধরে খুঁজেছি। পরে খালে লাশ পেলাম।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন