পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের পার্বত্য চট্টগ্রামের মুখপাত্র শাহাদাত ফরাজী সাকিবকে মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে শাপলা চত্বর এলাকায় এসে শেষে হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র ও যুব সংগঠক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আব্দুল মজিদ, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি দোলোয়ার হোসেন, দীঘিনালা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি জাহিদ হাসান, রামগড় গুচ্ছগ্রাম ভূমিরক্ষা কমিটির সভাপতি মো. ইউনুস, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সদস্য আব্দুল ওয়াহিদ।
বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রামে হরতাল দেওয়ার হুঁশিয়ারি করেন।
উল্লেখ, ১২ ফেব্রুয়ারি ঢাকায় রাত ১২ দিকে ডিএমপি বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।