Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিরোধ মেটাতে বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসী নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

বিরোধ মেটাতে বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসী নিহত
নিহত মো. মামুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিরোধ মেটাতে ডাকা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রোববার (১ ডিসেম্বর) রাতে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মামুন (৪০)। তিনি সরফভাটার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন মামুন। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এর জেরে কয়েক পাড়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধ সমাধানে আজ রোববার ডাকা বৈঠকে দুই এলাকার লোকজনের মধ্যে বাক্বিতণ্ডা থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে মামুন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মামুনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মামুনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু