Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদে বাড়ি ফিরে নিখোঁজ কিশোর, পরদিন পুকুরে ভেসে উঠল গলাকাটা লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঈদে বাড়ি ফিরে নিখোঁজ কিশোর, পরদিন পুকুরে ভেসে উঠল গলাকাটা লাশ

ঈদের ছুটিতে বাড়ি এসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয় জাহিদুল ইসলাম নামে এক কিশোর। তাকে নৃশংসভাবে গলা কেটে জবাই করা হয়। বুক, পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয় এবং দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, পরে লাশ পুকুরের পানিতে ফেলে দেয় তারা।

আজ মঙ্গলবার স্থানীয়দের কাছে খবর পেয়ে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে জাহিদুল ইসলামকে আর খুঁজে পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের অটোরিকশাচালক এলাছ মিয়ার ছেলে।

ওসি এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাহিদুল ইসলামের (১৬) বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশার চালক। তাঁর চার ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে এরই মধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। গত ১৭ রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসে সে। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘নিহত জাহিদুলের গলা কেটে জবাই করা হয়েছে। বুক ও পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে।’

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ