Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার রোহিঙ্গারা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ও র‍্যাব। এ ঘটনায় সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার ভোররাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তাঁরা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ও র‍্যাব ভোররাতে নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালায়। অভিযানকারী দলের সদস্যরা একপর্যায়ে মিয়ানমার থেকে আসা সন্দেহজনক একটি ট্রলারকে থামার সংকেত দেন। এ সময় অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া দিয়ে নৌযানটি আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, ট্রলারে থাকা সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে অভিযানকারী দল আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশি করে একটি বস্তা জব্দ করা হয়। ওই বস্তায় ২ লাখ ইয়াবা পাওয়া যায়। শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয় বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, সেনাসদস্য গুলিবিদ্ধ

পরিত্যক্ত ঝোপে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আগ্নেয়াস্ত্র

নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা, হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা