Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকের সহকারী মো. নয়ন (২৩) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন বগুড়া সদরের এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ট্রাক ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘির ডিমাতলি এলাকায় বিকল একটি কাভার্ড ভ্যানের চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে খোলা ট্রাক ধাক্কা দিলে ট্রাকচালকের সহকারী নয়ন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নয়নের মামা রাজু আহমেদ বলেন, ‘আমার ভাগনে ইলেকট্রিকের কাজ করত। পরে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করছিল। রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে।’

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু