নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টার উপস্থিতিতে মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্পের ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিডিএর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ছবি দেখানো হয়েছিল। এমন ভিডিও প্রদর্শনে উষ্মা প্রকাশ করেন দুই উপদেষ্টা। এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হওয়ার পর সংশ্লিষ্ট প্রকৌশলীকে শোকজ করেছে সিডিএ কর্তৃপক্ষ।
গত শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মতবিনিময় সভায় এমন ভিডিও দেখানো হয়। এতে দায়িত্ব গাফিলতির কারণে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক আহমেদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি।
মতবিনিময় সভায় উপস্থিত থাকা সিডিএর কর্মকর্তারা জানান, সিডিএর চলমান প্রকল্পগুলোর উন্নয়নকাজের তথ্য-উপাত্ত নিয়ে প্রকল্প পরিচালকরা ভিডিও ও স্লাইড প্রদর্শন করেন মতবিনিময় সভায়। প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনও ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের ভিডিও চিত্র প্রদর্শন করেন। এ সময় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিডিএর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ছবি দেখানো হয়। এ নিয়ে সভায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভায় উপস্থিত সকলে একজন আরেকজনের দিকে তাকাতে থাকে। দুই উপদেষ্টা এতে উষ্মা প্রকাশ করেন।
এ বিষয়ে সিডিএর সচিব রবীন্দ্র চাকমা জানান, নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনকে শোকজ করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে। এদিকে সিডিএর কয়েকজন প্রকৌশলী নিজেদের নাম গোপন রেখে বলেছেন, আসলে ভুলবশত এটা হয়েছে। আহমেদ মঈনুদ্দিনও ভুলবশত এটা হয়েছে বলে জানান।
মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সিডিএর চেয়ারম্যান নুরুল করিম উপস্থিত ছিলেন।