নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বন্দুক হাতে মোবাইলে সেলফি তুলে গ্রেপ্তার হয়েছেন ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবক। এ সময় তাঁর কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপেকুল বাংলাবাজার এলাকার বাসিন্দা।
আজ সোমবার ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, রোববার দিবাগত রাত ৩টায় বাকলিয়া থানা পুলিশের একটি টহল দল ওই যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর পকেটে তল্লাশি চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে যুবকের ব্যবহৃত মোবাইল ফোন চেক করে বন্দুক হাতে নিয়ে তোলা একটি সেলফি দেখতে পায় পুলিশ সদস্যরা। এ সময় তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদে বন্দুকের বিষয়ে তথ্য দেয়। একপর্যায়ে তাঁকে নিয়ে সাতকানিয়া বাড়িতে অভিযান চালিয়ে এক নলা বন্দুকটি জব্দের পাশাপাশি আরও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।