Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাঁড়িয়ে থাকা লরিকে মাইক্রোবাসের ধাক্কা, ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

দাঁড়িয়ে থাকা লরিকে মাইক্রোবাসের ধাক্কা, ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা লরিকে মাইক্রোবাস ধাক্কা দিলে ফেনী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ান (১৫) নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় নিহতের বাবা লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ার, মা মেজর শামীমা সুমিসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক এস এম লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের মরদেহ ও আহতদের সিএমএইচে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ানকে বহনকারী ফেনী অভিমুখী দ্রুতগামী মাইক্রোবাসের চাকা পাংকচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসটিতে থাকা সকলেই আহত হন। 

পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সাদেকা সারোয়ার রাইয়ানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, সেনাসদস্য গুলিবিদ্ধ

পরিত্যক্ত ঝোপে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আগ্নেয়াস্ত্র

নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা, হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি