হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়া হাসপাতালে নমুনা সংগ্রহ বন্ধ, বিপাকে সাধারণ রোগীরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীষ বড়ুয়া সাজু করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রটির একমাত্র নমুনা সংগ্রহকারী সাজু গতকাল সোমবার রাতে জ্বর ও গলায় ব্যথা অনুভব করেন। আজ মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি হোম আইসোলেশনে আছেন। 

সাজু বড়ুয়া জানান, গতকাল গভীর রাতে তাঁর শরীরে জ্বর ও ব্যথা অনুভূত হলে তিনি আজ মঙ্গলবার সকালে নমুনা দেন। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন; সবার কাছে দোয়া চেয়েছেন। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র নমুনা সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাজু। তিনি না থাকায় আজ কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। তিনি আইসোলেশনে থাকায় নমুনা সংগ্রহ করার মতো লোকের অভাবে জনসাধারণের করোনা টেস্ট ব্যাহত হওয়ায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষাও বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। 

এদিকে নমুনা টেস্টের কী হবে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ জানান, ‘আমাদের হাসপাতালে একটি ল্যাবের পদ আছে। যেহেতু নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হয়েছেন, সেহেতু আমরা তাঁর বিকল্প হিসেবে মেডিকেল টিম এনে নমুনা টেস্ট করার চিন্তা করছি। আমি সকালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি; তাঁরা আমাকে আশ্বস্ত করেন শিগ্‌গিরই অন্য কাউকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ 

প্রসঙ্গত, সম্মুখ সারির করোনাযোদ্ধা সাজু বড়ুয়া রাত-দিন পটিয়ার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছেন। তিনি এ নিয়ে চারবার করোনায় আক্রান্ত হয়েছেন।

উখিয়া আশ্রয়শিবিরে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

পরীক্ষা দিতে এসে ফেনীতে ছাত্রলীগ নেতা আটক

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে অটোচালক আটক

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

কুবিতে প্রশ্নফাঁস: প্রমাণ নষ্টের অভিযোগসহ শিক্ষার্থীদের ৫ দাবি

হোমনায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

ছাত্রলীগকর্মী তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী সাজ্জাদ ৭ দিনের রিমান্ডে

রোহিঙ্গাদের তহবিল সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিব বরাবর ১১০ ব্যক্তি ও সংগঠনের পিটিশন

আ.লীগ এমপির ব্যানার নিয়ে প্রশ্ন, যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা