পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীষ বড়ুয়া সাজু করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রটির একমাত্র নমুনা সংগ্রহকারী সাজু গতকাল সোমবার রাতে জ্বর ও গলায় ব্যথা অনুভব করেন। আজ মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি হোম আইসোলেশনে আছেন।
সাজু বড়ুয়া জানান, গতকাল গভীর রাতে তাঁর শরীরে জ্বর ও ব্যথা অনুভূত হলে তিনি আজ মঙ্গলবার সকালে নমুনা দেন। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন; সবার কাছে দোয়া চেয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র নমুনা সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাজু। তিনি না থাকায় আজ কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। তিনি আইসোলেশনে থাকায় নমুনা সংগ্রহ করার মতো লোকের অভাবে জনসাধারণের করোনা টেস্ট ব্যাহত হওয়ায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষাও বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
প্রসঙ্গত, সম্মুখ সারির করোনাযোদ্ধা সাজু বড়ুয়া রাত-দিন পটিয়ার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছেন। তিনি এ নিয়ে চারবার করোনায় আক্রান্ত হয়েছেন।