Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুরস্কার পাচ্ছেন কাঁধে ডাকাত তুলে আনা পুলিশ সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি

পুরস্কার পাচ্ছেন কাঁধে ডাকাত তুলে আনা পুলিশ সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতকে গ্রেপ্তার করে কাঁধে করে তুলে আনা সেই পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন। তাঁদেরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ সোমবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন–পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন নাথ, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম, পুলিশ সদস্য মো. জাফর ও রানা চন্দ্র দাস। 

গত শুক্রবার (২২ মার্চ) উপজেলার হরিপুরের একটি জমি থেকে জীবন নামের এক ডাকাতকে গ্রেপ্তারের পর কাঁধে করে তুলে আনে পুলিশ। জীবনের বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা আছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবনের অবস্থান সম্পর্কে জানতে পারে নাসিরনগর থানা–পুলিশ। জীবনকে গ্রেপ্তারে দায়িত্বে থাকা নাসিরনগর পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপন নাথ, এএসআই কামরুল ইসলাম ও দুই পুলিশ কনস্টেবলকে নিয়ে হরিপুরে যান। সেখানে গিয়ে দেখেন জীবন তাঁর সঙ্গীদের দিয়ে একটি জমিতে বসে ইয়াবা সেবন করছেন। তখন পুলিশ সদস্যরা সেখানে সাদা পোশাকে অবস্থান নেন। 

একপর্যায়ে পুলিশ সদস্যদের পক্ষে গিয়ে জীবন ও তাঁর সঙ্গীদের কাছে পানি চাওয়া হয়। অবস্থা বুঝে তখন জীবনকে গ্রেপ্তার করে পুলিশ। পরানো হয় হাতকড়াও। কিন্তু পুলিশ কনস্টেবল রানার হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে হাতকড়া নিয়েই দৌড়ে পালান জীবন। পরে পুলিশ সদস্যরা ছুটে গিয়ে আবার তাঁকে আটক করেন। একপর্যায়ে এএসআই মো. কামরুল ইসলাম তাঁকে কাঁধে তুলে নেন। কিছু দূর আনার পর তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে কড়া পুলিশ পাহারায় নাসিরনগর থানায় নিয়ে আসা হয়। 

ডাকাতকে কাঁধে তুলে আনার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই এএসআই কামরুলের সাহসিকতার প্রশংসা করেন। এই কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার তাঁদেরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। 

 এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, ‘প্রতিটি ভালো ও প্রশংসা কাজে আমরা পুরস্কৃত করে থাকি। এই পুরস্কারে যেন অন্যান্য পুলিশ সদস্যরা অনুপ্রাণিত হন, তাই আমরা নাসিরনগরে ডাকাত ধরে প্রশংসিত হওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছি। আগামী কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি