Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে সৎমাসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সৎমাসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

পারিবারিক বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে সৎমাসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক তারেকুর রহমান আরিফকে (২৫) আটক করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের কাঠমিস্ত্রি সিডু মিয়ার স্ত্রী সোকিনা বেগম (৪০), তাঁর শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। আর ঘাতক রিপন সিডু মিয়ার আরেক সংসারের ছেলে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়। এর মধ্যে একজন নারী, তার শিশুছেলে এবং নাতনি রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মগে পাঠানো হবে।’ এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

স্থানীয়রা জানায়, সিডু মিয়া (মিস্ত্রি) আরেকটি সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুই দিন আগে লক্ষ্মীপুরের রামগতির বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে তিনি তাঁর সৎমা, ছোট ভাই এবং ভাগনিকে কুপিয়ে হত্যা করেন। 

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলে। খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁকে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় সিডু মিয়া বাড়িতে ছিলেন না। 

উপজেলার চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও ইউপি সদস্য হুমায়ূন কবির সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে আরিফ হোসেন রিপন তিনজনকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হয়েছে।’

সেতুর নিচে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ

সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে: তারেক রহমান

রাতে ছিনতাইয়ের পর দিনে ভাগ-বাঁটোয়ারাতে পুলিশের হানা, ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

চাঁদপুরে আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

কুমিল্লায় খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা