সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে দুই বছর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনসহ ১২৬ জনের নামে ও অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় এ মামলা দায়ের করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বছর আগে বিএনপি নেতা ইশরাক ও তাঁর নেতা–কর্মীর গাড়িবহরে হামলার অভিযোগ এনে সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য রুহেলসহ ১২৬ জনের নাম উল্লেখের পাশাপাশি ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে ফেনী থেকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন গাড়িবহর নিয়ে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দলীয় নেতা-কর্মীদের ৫০-৬০টি গাড়ি। ইশরাক হোসেনের গাড়িবহর ওই দিন সকালে মিরসরাই থানা থেকে ২০০ গজ সামনে গিয়ে পৌঁছালে দেশি-বিদেশি অস্ত্র ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন মামলার আসামিরা। গাড়িবহরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুরসহ হত্যার উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের মারধর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন জখম হন।
মামলায় উল্লেখ করা হয়েছে, হামলার সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। এ ছাড়া তাঁদের বিভিন্ন জনের মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ প্রায় এক কোটি টাকা লুট করে নিয়ে যায়।