Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে টোল আদায়

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে টোল আদায়
চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরু হচ্ছে। নগরীর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি চট্টগ্রামে নির্মিত প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার (৩ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এর টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করবেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান নুরুল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে উড়াল সড়কটি উদ্বোধন হলেও যান চলাচল বন্ধ ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৮ আগস্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়।

সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সিডিএর বোর্ড সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল হার নির্ধারণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সিডিএর সিদ্ধান্ত অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও ট্রেইলর ব্যতীত মোট ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারবে। এর মধ্যে প্রাইভেট কারকে ৮০ টাকা, মাইক্রোবাস ১০০, পিকআপ ১৫০, মিনিবাস ২০০, বাস ২৮০, চার চাকার ট্রাক ২০০, ছয় চাকার ট্রাক ৩০০ ও কাভার্ড ভ্যানকে ৪৫০ টাকা টোল দিতে হবে।

সূত্র আরও জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তনের সম্ভাবনা আছে। জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম নিহত কলেজছাত্র ওয়াসিম আকরামের নামে এর নামকরণের প্রস্তাব উঠেছে। টোল আদায় কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে উপদেষ্টা এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।

উল্লেখ্য, ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নগরীর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৪ ফুট প্রশস্ত চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু