Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দল থেকে অব্যাহতি পেয়ে ফেসবুকে ‘ধন্যবাদ’ দিলেন বিএনপি নেতা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দল থেকে অব্যাহতি পেয়ে ফেসবুকে ‘ধন্যবাদ’ দিলেন বিএনপি নেতা 

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চন্দনাইশে দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারকাজে অংশ নেন। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। যার ছবিসহ জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ধোপাছড়িতে গণসংযোগের সময় আমাকে রাস্তায় দেখে বুকে টেনে নিয়ে ছবি তোলে। সেই ছবি একটি কুচক্রী মহল ফেসবুকে ভাইরাল করে। তাই অব্যাহতির খবর শুনে আমি ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি।’ 

এ বিষয়ে জানতে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। 

অব্যাহতির পর মুজিবুল হক খোকার ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম জানান, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করা সত্ত্বেও ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যার ছবি জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক ওই দুজনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ