Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে আ.লীগের অত্যাধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে আ.লীগের অত্যাধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের অত্যাধুনিক ভবনটি কারও একার শ্রম আর অর্থে তৈরি হবে না। এ ভবনের প্রত্যেকটি কণায় কণায় তৃণমূল নেতা-কর্মীদের অর্থ-শ্রম যুক্ত হবে।’ 

আজ শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সাততলা ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মোশাররফ বলেন, ‘আমরা যখন প্রথম পরিকল্পনা করি, তখন এ ভবনের মধ্যে আইটি সেন্টার বা ইনফরমেশন টেকনোলজি সেন্টার করার পরিকল্পনা ছিল না। পরবর্তী ষশয আমার মেজৌ ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের প্রস্তাবে এটি যুক্ত করা হয়েছে।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের পত্রিকাকে জানান, মোট ৩ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ-সুবিধা। থাকবে লাইব্রেরি, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, গবেষণাকেন্দ্র, ভিআইপি লাউঞ্জ, ডরমিটরি, মিডিয়া সেন্টার, ক্যাফে, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের জন্য থাকবে আলাদা আলাদা কক্ষ। 

জাহাঙ্গীর আরও জানান, আধুনিক মানের এ ভবন তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে চার কোটি টাকা।

এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহসভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি