Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় একাধিক বিয়ে নিয়ে ঝগড়া, যুবকের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় একাধিক বিয়ে নিয়ে ঝগড়া, যুবকের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
পুলিশের হাতে আটক সাকিব। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় সাকিব (৩৫) নামের এক যুবকের ছুরিকাঘাতে তাঁর বড় ভাই রাকিব (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা ওই গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই সাকিবকে আটক করা হয়েছে।

খোরশেদ আলম আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটক সাকিব তিনটি বিয়ে করলেও কোনোটি টেকেনি। ঘটনার দিন সাকিব আরেকটি বিয়ে করলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। হইহুল্লোড় শুনে আশপাশের লোকজন এসে তাঁদের শান্ত করেন। কিন্তু এ সময় দুই ভাই আবারও ঝগড়ায় লিপ্ত হন। উপস্থিত লোকজনের সামনেই দৌড়ে এসে ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করে পালাতে চেষ্টা করেন সাকিব। সঙ্গে সঙ্গে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন পুলিশ ডেকে ছোট ভাইকে সোপর্দ করেন।

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন