Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রবাস থেকে ফিরে বাবা ও ভাই-ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রবাস থেকে ফিরে বাবা ও ভাই-ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ

গতকাল শুক্রবার রাতে দুই ভাই ফিরেছেন প্রবাস থেকে। আজ শনিবার ভোরে বাবা ও ভাইদের সঙ্গে জড়িয়ে পড়েন বাগ্‌বিতণ্ডায়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে প্রবাসী দুই ভাইয়ের আঘাতে বড় ভাই, ভাবি, বাবাসহ ঝগড়া থামাতে আসা এক চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। 

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ খোকন বলেন, শনিবার ভোরে ৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের (৬০) বাড়িতে তাঁর সন্তানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাঁর দুই সন্তান দেলোয়ার হোসেন (২৮) ও মোহাম্মদ হেলাল (২৫) গতরাতে প্রবাস থেকে ফিরেছেন। আসার পর পারিবারিক বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে বাবা ও বড় ভাই আনোয়ার হোসেনের (৩০) বাগ্‌বিতণ্ডা হয়। পরে সকালের দিকে সেটি সংঘর্ষে রূপ নেয়। 

ইউপি সদস্য আরও বলেন, এ সময় তাঁরা কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে প্রবাস ফেরত দুই ভাইয়ের কিরিচ ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় তাদের বাবা, বড় ভাই ও তাঁদের ভাবি নাহিদা আক্তার (২৩)। এ সময় তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন শামসুল ইসলামের ছেলে চাচাতো ভাই মো. নেজাম (২৭)। তিনিও আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে নেজামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও হেলালকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ