হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইচ্ছেমতো কাটা হচ্ছে সড়কের গাছ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রচণ্ড গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ। গরমের তীব্রতা কমাতে জোর দেওয়া হচ্ছে বৃক্ষরোপণে। এরই মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় কাটা হয়েছে শতাধিক গাছ। এগুলো সিইউএফএলের হলেও অনেকেই ইচ্ছেমতো কেটে নিয়ে যাচ্ছেন।

গতকাল শুক্রবার সকালে আনোয়ারার রাঙ্গাদিয়ায় সিইউএফএলের আবাসিক এলাকার দক্ষিণ পাশে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সড়কের গাছ কাটেন স্থানীয় আবদুল কাইয়ূম চৌধুরী খোকন নামের এক ব্যক্তি। এমনভাবেই যে কেউ যখন-তখন গাছ কেটে নিয়ে যাচ্ছেন।

গাছ কাটার বিষয়টি স্বীকার করে আবদুল কাইয়ূম চৌধুরী খোকন বলেন, ‘এগুলো আমরা লাগিয়েছি এবং জায়গাটাও আমাদের। তাই আমরা কাটছি।’

বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ বলেন, ‘সড়কের গাছ কাটার খবর শুনেছি, বন বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

সরেজমিনে দেখা গেছে, কেটে ফেলা হয়েছে সড়কের পাশের শত বছরের মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ। এ পর্যন্ত শতাধিক গাছ কাটা হয়েছে। বেশির ভাগই নিয়ে যাওয়া হয়েছে। এখনো সড়কের পাশে সড়কে পড়ে আছে সদ্য কাটা ৩০টি গাছ। আর আগের কাটা ৮০ থেকে ৯০টির গুঁটি পড়ে আছে। কিছুদিন পরপর সড়কের পাশ থেকে গাছ কাটলেও বন বিভাগ বা কাউকে কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি বলেও জানান স্থানীয়রা। সেই সঙ্গে জানান, এতে সড়কের সৌন্দর্যও নষ্ট হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এগুলো অনেক দিনের পুরোনো গাছ। অনেক স্থানে গোড়া থেকে কেটে ছোট ছোট টুকরা করে সরিয়ে ফেলা হয়েছে। কিছু গোড়ার অংশও (গুঁড়ি) তুলে ফেলা হয়েছে। বাকিগুলো রক্ষায় প্রশাসন ও সিইউএফএলের নজর দেওয়া প্রয়োজন মনে করেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, গাছগুলোর জন্য এই এলাকার পরিবেশ অনেক সুন্দর। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তির আশায় গাছের নিচে যান স্থানীয়রা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে খুব খারাপ লাগল। এমন দৃশ্য দেখে মনে হয়েছে, যেন গাছ কাটার প্রতিযোগিতা চলছে। এ কারণে রাস্তার সুন্দর পরিবেশটাই নষ্ট করা হয়েছে। এসব দেখার কি কেউ নেই?

এ বিষয়ে কথা বলতে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

যেহেতু তাপপ্রবাহ চলছে, সেহেতু এই মুহূর্তে গাছগুলো থাকাই ভালো বলে মনে করছেন ইউএনও মো. ইশতিয়াক ইমন। তিনি বলেন, ‘গাছ কাটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বন বিভাগের সঙ্গে আলাপ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন