Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে বেড়াতে আসার একদিন আগেই মারা গেলেন মুব্বাশির

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশে বেড়াতে আসার একদিন আগেই মারা গেলেন মুব্বাশির

সৌদি আরব প্রবাসী মুব্বাশির ভূঁইয়া আজ বুধবার দেশে বেড়াতে আসতে চেয়েছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার তিনি স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামে। সৌদি থেকে মুবাশ্বিরের এক বন্ধু গতকাল বিকেলে মোবাইল ফোনে তাঁর বাড়িতে মৃত্যুর খবর জানান।

মুব্বাশির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। তিনি বলেন, ‘মুব্বাশিরের মৃত্যুর সংবাদটি পেয়েছি। তাঁর পরিবারে খোঁজ-খবর রাখছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মরদেহ দ্রুত যেন দেশে আসে সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি।’

মুব্বাশিরের ছোট ভাই মুকাদ্দেস ভুঁইয়া জানান, ঈদের পর ছুটিতে আজ বাড়িতে আসার কথা ছিল মুব্বাশিরের। পরিবারের সদস্যরা তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন। কিন্তু আসার আগের দিন তাঁর মৃত্যু সংবাদ পেল পরিবার। মুহূর্তের মধ্যেই সব আনন্দ ফিকে হয়ে হয়ে গেছে।

মুকাদ্দেস বলেন, ‘চার বছর আগে পরিবারের সুখের আশায় সৌদি আরবের জেদ্দায় যান ভাই। এরই মধ্যে ছয় মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার প্রবাসে চলে যান। ঈদের পর আজ ছুটিতে দেশে আসার কথা ছিল। আমি গাড়ি ভাড়া করে রেখে ছিলাম। কিন্তু এর আগেই স্ট্রোক করে মারা গেছেন তিনি।’

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রাম, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু