হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে বেড়াতে আসার একদিন আগেই মারা গেলেন মুব্বাশির

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সৌদি আরব প্রবাসী মুব্বাশির ভূঁইয়া আজ বুধবার দেশে বেড়াতে আসতে চেয়েছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার তিনি স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামে। সৌদি থেকে মুবাশ্বিরের এক বন্ধু গতকাল বিকেলে মোবাইল ফোনে তাঁর বাড়িতে মৃত্যুর খবর জানান।

মুব্বাশির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। তিনি বলেন, ‘মুব্বাশিরের মৃত্যুর সংবাদটি পেয়েছি। তাঁর পরিবারে খোঁজ-খবর রাখছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মরদেহ দ্রুত যেন দেশে আসে সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি।’

মুব্বাশিরের ছোট ভাই মুকাদ্দেস ভুঁইয়া জানান, ঈদের পর ছুটিতে আজ বাড়িতে আসার কথা ছিল মুব্বাশিরের। পরিবারের সদস্যরা তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন। কিন্তু আসার আগের দিন তাঁর মৃত্যু সংবাদ পেল পরিবার। মুহূর্তের মধ্যেই সব আনন্দ ফিকে হয়ে হয়ে গেছে।

মুকাদ্দেস বলেন, ‘চার বছর আগে পরিবারের সুখের আশায় সৌদি আরবের জেদ্দায় যান ভাই। এরই মধ্যে ছয় মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার প্রবাসে চলে যান। ঈদের পর আজ ছুটিতে দেশে আসার কথা ছিল। আমি গাড়ি ভাড়া করে রেখে ছিলাম। কিন্তু এর আগেই স্ট্রোক করে মারা গেছেন তিনি।’

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন