চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি কয়েল ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েল ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কয়েল থেকে এই আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।