নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের বিচারের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আজ শনিবার রাতে শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নবী হোসেন আজকের পত্রিকাকে জানান, ডিজি শিপিংয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।
নৌযান শ্রমিকদের দাবি, চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে, নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য ও জ্বালানি খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৭২টি মাদার ভেসেল বন্দরে বহির্নোঙরে পণ্য খালাসের জন্য অপেক্ষা করে। যা আজ দুপুর পর্যন্ত ৮৭টিতে দাঁড়ায়। এতে প্রায় ১৫ লাখ টন পণ্য আটকা পড়ে।
এই জাহাজগুলোতে অয়েল ট্যাংকার ১০টি, জেনারেল কার্গো ২৩, কনটেইনার জাহাজ ১০, খাদ্যশস্য ৮, সারের ৩, চিনির ২টি এবং ১৬টি সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজ রয়েছে। এ ছাড়া ওই দিন (বৃহস্পতিবার) দিবাগত রাত থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে সারা দেশের নৌযান চলাচল বন্ধ থাকে।