Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুড়িচংয়ে সালিস বৈঠকে হাতাহাতি, বৃদ্ধের মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে সালিস বৈঠকে হাতাহাতি, বৃদ্ধের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে সালিস বৈঠকে হাতাহাতির ঘটনায় আলী আশরাফ (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বাগিলারা গ্রামে ঘটনা ঘটে। নিহত আলী আশরাফ উপজেলার ময়নামতি ইউনিয়নের বাগিলারা এলাকার মৃত সায়েদ আলীর ছেলে। 

নিহত আলী আশরাফের ছেলে মো. রিফাত হোসেন জানান, প্রতিবেশী সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেনের সঙ্গে আলী আশরাফের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বিকেলে বাড়ির পাশে মতিন মিয়ার উঠোনে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মনির হোসেন আলী আশরাফকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। মনিরের কিল ঘুষি ও লাথির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আলী আশরাফ। বুকে পিঠে আঘাত লাগায় সেখানেই বমি শুরু হয় তাঁর। তাৎক্ষণিকভাবে দেবপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমানসহ থানা–পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ঘটনার বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।’ 

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি