Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে আহত নারী পর্যটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে আহত নারী পর্যটক

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়া নগর পয়েন্টে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী। এ সময় তাঁর দুই পায়ে জখম হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সমুদ্র সৈকতের দরিয়া নগর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত পর্যটক তিন্নি আক্তারকে (২৬) স্বজনেরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

আহত পর্যটক ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা তারেকুল হকের স্ত্রী। তাঁরা কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে উঠেছেন। 

এলাকাবাসী সূত্র জানায়, বিকেল তিনটা পর্যন্ত প্যারাসেইলিং করার কথা থাকলেও এ নিয়ম মানা হচ্ছে না। সৈকতের দরিয়া নগর ও হিমছড়ি এলাকায় জেলা প্রশাসন চারটি প্যারাসেইলিং পয়েন্ট নির্ধারণ করে অনুমোদন দেয়। আজ বৃহস্পতিবার সূর্য ডোবার আগ পর্যন্তও প্যারাসেইলিং চলছিল। 

দরিয়া নগর সৈকতে সন্ধ্যা ৬টায় মোহাম্মদ ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিংয়ে ওই নারী পর্যটক প্যারাসেইলিং করছিল। এ সময় আকাশ থেকে নামতে গিয়ে ছিটকে পড়েন তিন্নি আক্তার। এতে তিনি মারাত্মক আহত হন। এরপর প্যারাসেইলিং কর্মী ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

 কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, একজন নারী পর্যটক প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়েছে ৬ দোকান

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় কিশোরী নিহত

জাতিসংঘ মহাসচিবের অংশগ্রহণে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ইফতার, পদদলিত হয়ে একজনের মৃত্যু

আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে: প্রধান উপদেষ্টা

চকরিয়ায় পুলিশের গাড়ি খাদে পড়ে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৪

দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে লাখো পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু, পাঁচজন হাসপাতালে

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

নোয়াখালীতে অটোরিকশায় কলেজছাত্রীকে হেনস্তা-ছিনতাই, গ্রেপ্তার ২